ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শাহ পরীর দ্বীপ বাজার পাড়া তরুণ প্রবাহ ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ::
“ মাদককে না বলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ শাহ পরীর দ্বীপে তুরুণদের নিয়ে গড়ে উঠা ‘ শাহ পরীর দ্বীপ বাজার পাড়া তরুণ প্রবাহ ঐক্য পরিষদ ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে তারেকুর রহমান রাফিকে সভাপতি এবং -ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শাহ পরীর দ্বীপ বাজার পাড়া তরুণ প্রবাহ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে৷ পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন। সভাপতি- তারেকুর রহমান রাফি, সিনিয়র সহ- সভাপতি মোঃ জাহেদ, সহ-সভাপতি- মোঃ আলম (১), সাধারণ সম্পাদক -ওমর ফারুক, সহ-সাধারন সম্পাধক – বশির আহমদ, সাংগঠনিক সম্পাধক – মো: ইব্রাহিম, সহ সাংগঠনিক – আব্দর শাকুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাধক – মাহমুদুর রহমান মধু, অর্থ সম্পাধক – মোঃ আলম (২), প্রচার সম্পাধক – নুর হাসান, সহ- প্রচার সম্পাধক – মোঃ শফিক, দপ্তর সম্পাধক – জানে আলম, সহ- দপ্তর সম্পাধক – মোঃ ফারুক, ক্রীড়া সম্পাধক – মোঃ হোছেন দইল্যাহ্, ধর্ম বিষয়ক সম্পাধক – মো হোছেন(২), ত্রাণ- দুর্যোগ বিষয়ক সম্পাধক – রবিউল হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাধক – মো: লিয়াকত আলী, পরিবহণ ও যোাযোগ সম্পাধক – আবু তালেব। উল্লেখ্য কমিটিতে আরও ১২ জনকে সদস্য করা হয়েছে৷ উক্ত কমিটির সফলতা কামনা করি।

পাঠকের মতামত: