ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

শহরে গণধর্ষণের শিকার পথশিশু, আটক ৩

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার শহরে ১১ বছর বয়সী পথশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

তারা হলো- পেকুয়া গোয়াখালীর মৃত কামাল হোসেনের ছেলে মোঃ আরিফ (২৭), আব্দুস শুক্কুরের ছেলে মোঃ জুয়েল (১৮) ও টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রশিদের ছেলে মোঃ রাশেদ (২২)।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ৩০ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে সদর মডেল থানাধীন ভোটানিক্যাল গার্ডেন এলাকায় ১১ বছরের পথশিশু (নাম গোপন রাখা হলো) গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পথশিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের সদস্য জোবাইর হোসেন (৩১) কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে।

এসপি জানান, প্রাথমিক তদন্তে এই জঘন্য ঘটনা সংঘঠনে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

ভিকটিমকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিকটিম শিশুটি ভাসমান অবস্থায় কক্সবাজার শহরে ঘোরাফেরা করত।

পাঠকের মতামত: