প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন শফিক রেহমান। পাসপোর্ট জমা দেয়ার শর্তে তিন মাসের জন্য অথবা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তার জামিন বহাল থাকবে। জামিন খারিজ করে দেয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। গত ১৬ই এপ্রিল পুলিশ শফিক রেহমানকে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে। এ মামলায় নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হলে শফিক রেহমান হাই কোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ই জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ তা খারিজ করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে ১৭ই জুলাই আপিলের অনুমতি পান তিনি।
– মানবজমিন
পাঠকের মতামত: