ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শপথ নিলেন চকরিয়া, টেকনাফ ও উখিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা 

এম.এ আজিজ রাসেল :: শপথ নিলেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

পাঠকের মতামত: