লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ায় আলোচিত ফারজানা ইয়াসমিন কলি (২১) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় হত্যার প্ররোচনা মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার ( ১৯ জুলাই) সকাল ১১ টার দিকে থানায় মামলাটি দায়ের করেন নিহত গৃহবধূর মা রেজিয়া বেগম (৪২)। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় গৃহবধূর স্বামী মো: জিয়াউর রহমান ( ৩০) ও শাশুড়ী রাজিয়া বেগম (৪৫) আসামী করা হয়েছে। এর আগে রবিবার ( ১৮ জুলাই ) রাতে নিহত গৃহবধূ কলির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছে স্বামী জিয়াউর রহমান।
নিহত কলির পরিবারের দাবী, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে মেয়ে হত্যার বিচার দাবি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, গৃহবধূ ফারজানা ইয়াসমিন কলির মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শাশুড়ীকে আসামি করে থানায় একটি হত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে।
মামলার পর শাশুড়ী রাজিয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। স্বামী জিয়াউর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরে বলেন, লাশের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যা নাকি আত্মহত্যা তখনই বলা যাবে।
পাঠকের মতামত: