ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লেমশিখালী চৌমুহুনী ইউনিটি ফোরাম মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্টিত

আবু আব্বাস সিদ্দিকি, কুতুবদিয়াঃ

কুতুবদিয়া উপজেলার লেমশীখালী চৌমুহুনী ইউনিটি ফোরাম কতৃক আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমশীখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকতার হোছাইন,  প্রধান পৃষ্টপোষক শওকুতুল ইসলাম । আরো উপস্থিত নবনির্বাচিত ইউ. পি সদস্যরা হলেন ২ নং ওয়ার্ডের নুরূল ইসলাম, ৫ নং ওয়ার্ডের নুরুর হক, ৬ নং ওয়ার্ডের আবু মূছা, ৭ নং ওয়ার্ডের নাজেম উদ্দিন(নাজু), ৯নং ওয়ার্ডের নেজাম উদ্দিন, (৪,৫,৬)নং ওয়ার্ডের মহিলা সদস্যা উম্মে ছালমার এবং(৭,৮,৯) ওয়ার্ডের এস্তাহারারসহ অন্যান্য নেতৃবৃন্দরা বিশেষ অতিথি ছিলেন।পরে লেমশিখালী চৌমুহুনী ইউনিটি ফোরামের সিনিয়র সদস্যরা উপস্থিত অতিথিদের মাঝে ক্রেষ্ট তুলে দেন।

পাঠকের মতামত: