ঢাকা,শনিবার, ২ নভেম্বর ২০২৪

লেখালেখিতে আগ্রহী ১০৩ তরুণ-তরুণী কক্সবাজারকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান!

প্রেস বিজ্ঞপ্তি :: 

লেখালেখিতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে কক্সবাজারের ১০৩ তরুণ-তরুণী। প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সংবাদ ও ফিচার লেখা বিষয়ে কর্মশালায় তাঁরা এ আগ্রহের কথা জানান। অপার সম্ভাবনার কক্সবাজারকে তাঁরা লেখনির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চান। অংশগ্রহণকারী সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বন্ধুসভার সদস্য। শুক্রবার বিকাল তিনটায় শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। সংবাদ ও ফিচার লেখার বিষয়ে ধারণা দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী ও প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। টেলিভিশন সাংবাদিকতার উপর আলোচনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। ছড়া-কবিতা লেখার উপর ধারণা দেন কবি শামীম আকতার।

কর্মশালায় অংশগ্রহণকারী মোহাম্মদ আবদুল্লাহ, সালমান ফারুক, সাদিয়া হোসেন জানান- লেখালেখির ব্যাপারে আগ্রহ থাকলেও অনেকে এ বিষয়ে প্রশিক্ষণ না পাওয়ায় এগিয়ে যেতে পারছেনা। আগামীতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে লেখালেখির মাধ্যমে তাঁরা কক্সবাজারকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান।

চার ঘন্টার কর্মশালা শেষে অংশ নেয়া সবাইকে সনদপত্র প্রদান করা হয়। বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারিয়াল মৌমিতা পুষ্পি।

পাঠকের মতামত: