ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামায় বিএনএলএফটি’র ৩ সদস্য আটক

লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় বিএনএলএফটি’র ৩ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার গভীররাতে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকা আলিয়াং বাবু পাড়া থেকে খাকি পোশাকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, মনিন্দ্র ত্রিপুরা(৩০)পিতা- সত্যরাম, নয়ন ত্রিপুরা(২২) পিতা- ক্যায়াম্ব ত্রিপুরা ও সাথং ত্রিপুরা(২৬) পিতা- মদন ত্রিপুরা।

জানা গেছে, আলীকদম সেনা জোনের একটি সেনা টিম নিয়মিত টহলে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে রুপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম এলাকা আলিয়াং বাবু পাড়া থেকে ৩জনকে আটক করে। এসময় তাদের কাছে বিএনএলএফটি’র খাকি পোশাক পাওয়া যায়। আটককৃতরা বিএনএলএফটি’র সদস্য বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্বশীল কেউ বক্তব্য না দিলেও আটককৃতদের পরিবারের অন্যান্য সদস্যরা জানান, তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম সেনা জোনে নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ক্যাই য়াই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: