মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :::
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে বান্দরবানের লামা উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মৎস্যচাষী ও মৎস্যজীবীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর সপ্তাহব্যাপী কর্মসূচির মূল্যায়ন করে লামা উপজেলা মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে লামা উপজেলা মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবদান রাখার জন্য তিন জন সেরা মৎস্যচাষীকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর সমাপনী ঘোষণা করা হয়।
পাঠকের মতামত: