ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় চাঁদা না পেয়ে গাজী রাবার প্লান্টেশনে ৩দিনের ব্যবধানে ২বার হামলা

ওওওওািামোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

কোটি টাকা চাঁদা না পেয়ে লামার রুপসীপাড়ায় ইউনিয়নের চিংকুমপাড়া এলাকায় গাজী রাবার প্লান্টেশনের ৩দিনের ব্যবধানে ২বার হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগান সুপারভাইজার পরিজ্ঞান চাকমা বলেন, ২৪ জানুয়ারী রবিবার রাত ১১ থেকে ৩টা পর্যন্ত ৪ ঘন্টা হামলা চালিয়ে রাবারসহ ২ হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে ১২ লাখ ৬৬ হাজার টাকার ক্ষতি সাধিত করেছে সন্ত্রাসীরা। বাগান কর্মচারীদের থাকার দুইটি ঘর ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসী গ্রুপটি। অপরদিকে ২৭ জানুয়ারী বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২৬৮টি রাবার গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে বাগানের মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ২০১২ সালে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চিংকুমঝিরি এলাকায় প্রায় ১২৫ একর পাহাড়ি জমিতে রাবারসহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করে ভোগদখলে আছে গাজী রাবার প্লান্টেশন কর্তৃপক্ষ। বাগান সৃজনের পর থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় সময় চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় ক্ষুদ্ধ হয় সন্ত্রাসী গ্রুপটি। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে রবিবার দিবাগত রাত ১১টার দিকে ৪৫/৫০জন সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে লম্বা দা, লাঠি, কিরিচ, লোহার রড় ও বন্দুক নিয়ে রাবার প্লান্টেশনে হানা দেয়।

এ বিষয়ে বাগান পাহারাদার মেনচিং মুরুং ও রুইমিং মুরুং বলেন, সন্ত্রাসীরা মার্মা ও মুরুং ভাষায় কথা বলতে শুনা গেছে। তারা সংখ্যায় বেশি ও হাতে অস্ত্র থাকায় প্রতিবাদ করা সম্ভব হয়নি। প্রায় তিন-চার ঘন্টা তান্ডব চালিয়ে প্লান্টেশনের বিভিন্ন বয়সের ১৯০৩টি গাছ কেটে দেয় সন্ত্রাসীরা। জমি ছেড়ে চলে না গেলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

গাজী’র রাবার প্লান্টেশনের সিনিয়র ম্যানাজার হাবীবুল আলম বলেন, সন্ত্রাসীরা প্রথম আমাদের রাবার বাগানে হামলা করে গত ২৪ জানুয়ারী। এ ঘটনায় লামা থানায় অভিযোগ দেওয়ার ৩ দিনের মাথায় অভিযোগটি ২৭ জানুয়ারী মামলা হিসাবে এন্ট্রি করে। মামলা নং ০৫, তারিখ ২৭ জানুয়ারী ২০১৬ইং। থানায় মামলা হওয়ার ১দিন না যেতেই বুধবার রাতে উক্ত সন্ত্রাসীরা পুনরায় রাবার বাগনে হামলা চালিয়ে ২৬৮টি রাবার গাছ আম গাছ সহ বাগানের মালামাল নিয়ে যায়। এ ঘটনাটির ব্যাপারে থানাকে অভিহিত করা হয়েছে।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা গাজী’র রাবার প্লান্টেশনের হামলা, ঘর ভাংচুর ও রাবার গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীকে অবগত করেছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক। ক্ষতিগ্রস্থ রাবার প্লান্টেশন কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী ধরার জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১ বছরে এই সন্ত্রাসী গ্রুপটি পাঁচবার বাগানে হামলা চালায়। কয়েকবারের হামলায় গাজী রাবার প্লান্টেশনের ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানায় বাগানের সুপারভাইজার মোঃ ফরিদ উদ্দিন।

পাঠকের মতামত: