নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে সাত লাখ টাকার জালনোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার যুবক মো. আশরাফুল ইসলাম (২৩) বান্দরবান জেলার লামা থানার ফারুক পাড়ার মৃত হোসেন আলী সরদারের ছেলে। শুক্রবার (৮ জুলাই) পৌনে ৩টায় পূর্ব গেটের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকাল পৌনে ৩টায় মেডিকেলে পূর্ব গেট থেকে ৭ লাখ টাকার জালনোটসহ আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ঈদ উপলক্ষে তারা এসব জালটাকা বাজারে চালানোর চেষ্টা করেছে। গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: