লন্ডভন্ড মহেশখালী উপকূল,মহেশখালীতে ঘূর্ণিঝড় ‘মোরা,র আঘাতে ৫হাজার বাড়ীঘর বিধবস্ত। জরুরী ১৯ মে:টন চাউল বরাদ্ধ।
কক্সবাজারের মহেশখালী উজেলার সকল ্ইউনিয়নের প্রতিটি এলাকায় প্রবল বেগে বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি আর ঝড় হাওয়ার কারনে এলাকা লন্ডভন্ড হয়েছে। মহেশখালীতে বাতাসের গতিবেগ ১২১কি:মি:। ফলে মোরা,র কবলে পড়ে মহেশখালী উপজেলার ধলঘাটা,মাতারবাড়ী,কুতুবজোম,শাপলাপুর,ছোট মহেশখালী, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া পৌরএলাকা সহ দেড় হাজারের এর অধিক বাড়ীঘর বিধবস্ত, আংশিক প্রায় ৮হাজার বাড়িঘর বিধ্বস্থ হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে। রমজানের সময় অনেক পরিবারকে খোলা আকাশের নীচে রাত্রী যাপন করতে হবে অথবা সন্ধ্যা হলে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে হবে।
১০নাম্বার সিগন্যাল উপকূল জুড়ে আতংকের মধ্যে সময় পার
বহু গাছপালা বিধ্বস্থ হয়েছে। ঘন্টায় ১২১ কি:মি; বেগে বাতাস বইছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর দমকাঝড়ো হাওয়ার কারনে উপকূলীয় এলাকয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভোর সাড়ে ৬টার দিকে প্রাকৃতিক ঘূর্ণিঝড় ‘মোরা’ মহেশখালী এলাকা অতিক্রম করে। ভাটার সময় হওয়ায় মহেশখালী দ্বীপে পানি না উঠলেও প্রচন্ড বাতাসের কারনে কাচা ঘর বাড়ী, স্কুল , মাদরাসা, ঘেরা বেড়া বিভিন্ন প্রজাতির বৃক্ষ উপড়ে পড়ে। চিংড়ী ঘের লবনের গুদাম ও পানের বরজ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। গতকাল থেকে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় থাকা মহেশখালীর ৩ টির বেশী ফিশিং ট্রলারের প্রায় ৪৫জন মাঝি মাল্লা নিয়ে কুলে ফিরে আসেনি। ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর ৬ টার পর থেকে মহেশখালীর ধলঘাটা,মাতার বাড়ীতে বেশী ঘরবাড়ী বিধবস্ত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় চেযারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ। মহেশখালী উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র্র্র্রে আশ্রয় নেওয়া নারী পুরুষ দুপুর দিকে বাড়ী ফিরে দেখে অনেকের বাড়ি “মোরা” এর কবলে পড়ে সম্পূর্ন বিধ্বস্ত হয়েগেছে।উপজেলা প্রশাসন প্রাথ
পাঠকের মতামত: