সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১২টার কিছু পর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদের তিন সন্তান রয়েছে। তার বড় ছেলে জারিফের বয়স ১০ বছর। মেয়ে জারার বয়স ছয় বছর। আর ছোট ছেলের বয়স দেড় বছর।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ শনিবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে গিয়ে বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। আহত হওয়ার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী বুধবার তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরত আনা হয়।
পাঠকের মতামত: