ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা ::  কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।

রবিবার (২৬ জুন) ভোর রাতে এফডিএমএন ক্যাম্প-১৯ এর আওতাধীন এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১৯ নম্বর ক্যাম্পের মৃত আজিজ আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক (২৬), মৃত চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৪২), মো. সৈয়দুল বাশারের ছেলে সৈয়দ উল্লাহ (২৬) ও ১৩ নম্বর ক্যাম্পের নুর আলমের ছেলে মোহাম্মদ আব্দুল হাই (২৯)।র্
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রবিবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প-১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১টি কাঠের বাটযুক্ত লোহার কাটারি (দা), যার বাটসহ লম্বা ২৬.৪ ইঞ্চি, কাঠের বাটযুক্ত কাটারি (দা) লম্বা- ২৬ ইঞ্চি। কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা- ২৫.৫ ইঞ্চি, কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৫.৫ ইঞ্চি, কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৪.১ ইঞ্চি, কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৪.২ ইঞ্চি, কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা- ২৩ ইঞ্চি, লোহার কাটারি দা লম্বা ২২ ইঞ্চি ছোরা, চাপাতি, শাবল যা লম্বা-৬০.৫ ইঞ্চি।

পাঠকের মতামত: