“রোহিঙ্গার জয়”
মো: শাহাব উদ্দিন।
দেখি নাই আমি ফুটবল বিশ^কাপ, গিয়ে ছিলাম একদিন টেকনাফ।
দেখেছি কত রোহিঙ্গা শরনার্থী, তারা আজ শুধু স্বাধীনতা প্রার্থী।
এমন কেউ আছেন বিশ্বনেতা, দিতে পারবে তাদের স্বাধীনতা!
ফিরে যেতে পারবে নিজ দেশে, থাকবে না আর বাংলাদেশে।
সরকার দিয়েছে মানবতার পরিচয়, চায় না কোন কিছু তার বিনিময়।
রোহিঙ্গা শরনার্থী আজ খুব অসহায়, সাহায্যের হাত বাড়িয়ে পাশে একটু দাঁড়ায়।
তারা ও তো মানুষ আল্লাহর সৃষ্টি, যে যেখানে থাকি রাখি সু-দৃষ্টি।
বিদেশ থেকে কত লোক আসে দেখতে, আমরা কেন পারিনা তাদের পাশে থাকতে।
কত প্রেসিডেন্ট কত নায়িকার চোখে, দেখে গেছে তারা নেই আজ সুখে ।
জেল খানার মত কাটছে বন্দি জীবন, অং সান সুচি করল স্বাধীনতা হরণ।
নির্যাতন করেছে মায়ারমার সেনাবাহিনী , ইতিহাসে গেঁথে থাকবে এই করুন কাহিনী।
রাজাকারের চেয়ে করল জগন্য ঘটনা , তাই আমার লেখা ছোট্ট এই রচনা।
কে আছেন বিশ্বনেতা নয় বেইশ্যা, তাহলে সমাধান হবে রোহিঙ্গার সমস্যা।
দেখে চলে গেলে হবে না আর সমাধান, পিছ হলে যে মিস এটাই ব্যবধান।
চোখে জল নিয়ে করলাম প্রার্থনা, রোহিঙ্গার প্রতি রইল শুভ কামনা ।
লিখিলাম অনেক কিছু আজ আর নয় , শান্তি ফিরে আসুক হউক রোহিঙ্গার জয়।
##########################################
“কোটা সংস্কার”
কথা মো: শাহাব উদ্দিন।
মাননীয় দেশের সরকার, কোটা সংস্কার করা দরকার।
যদি করেন কোটা সংশোধন, বন্ধ হবে কোটা আন্দোলন।
স্বাধীনতা পেয়েছি যাদের রক্তের বিনিময়, ভূলে যান নাই আজও তাদের পরিচয়।
বেঁচে আছেন যারা মুক্তিযোদ্ধার সন্তান, তাই দিয়ে যাচ্ছেন আজীবন সম্মান।
যেটা করেছেন আমাদের জাতির পিতা, প্রতি মাসে দিয়ে যাচ্ছেন সম্মানি ভাতা।
শিক্ষকের সন্তানের চাকরি হবে পোষ্য কোটায়,কৃষকের সন্তানের চাকরির কোটা আছে কোথায়?
চাই না এ রকম বৈষম্য আর, প্লিজ দেশের সরকার ।
বাতিল করে দিবেন পোষ্য কোটা, করতে পারবে না আর এটা সেটা।
বাড়িয়ে দিবেন মেধার কোটা, বাদ পড়ে যাবে অযোগ্য যেটা।
নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি করে, চাকরি দিবেন প্রতি ঘরে ঘরে।
বিদ্যুৎ এর মত নিবেন উদ্যোগ, করতে পারবে না কেউ অভিযোগ।
কখনো দিবেন না সংঘাতের দিকে ঠেলে, তারাও আপনার দেশের ছেলে।
চেয়ে আছে সবাই আপনার দিকে তাকিয়ে, দিবেন না ফেরত তাদেরকে ফিরিয়ে।
বাড়েনা যেন শিক্ষিত বেকার, খোঁজ খবর রাখবেন বারবার।
আছে তাদের বলার অধিকার, কোটা সংস্কার হবে দিয়েছেন অঙ্গিকার ।
পড়া লেখা শেষ করে চাকরি হয় স্বপ্ন, জীবন বাজি ধরে করে দিবেন পূর্ণ।
কোটায় আসছে না এখনো কোন সংস্কার, ঘোষনা দিয়েও অনড় আবার।
কোটা সমস্যা যাবেন না ভূলে, কি রায় দিবেন রাখছেন ঝুলে ?
এক দফা এক দাবি একটাই কারন, দয়াকরে কোটা সংস্কার চাই পরিবর্তন।
কোটা সংস্কার করলে সমাধান, ভূলবেনা জনগন তার অবদান।
##################################
নেতা
কথা: শাহাব উদ্দিন।
ভোট দিয়ে জনগণ,
বানাইছে নেতা।
প্রতিủতি দিয়ে আজ,
রাখেনি কথা।
নির্বাচনে পূূর্বে বলে,
করবে মানব সেবা।
জয়ের পর ডাকা লাগে,
বাবা আর বাবা।
নিজের স্বার্থের জন্য ,
ধরেছে ভোটারের পায়ে।
লোকজন নিয়ে ঘুরছে,
ঢাকা শহর গাঁয়ে।
নেতার এই নীতি,
জনগনের শুধু স্মৃতি ।
পাঠকের মতামত: