ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে আব্দুস সাত্তার (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার ভোরের দিকে কক্সবাজার-ঢাকা রেলপথের ঈদগাঁও উপজেলার নাপিতখালী জুমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই কৃষক জমিতে সেচ দিতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আব্দুস সাত্তার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জুমনগর এলাকার পেচু মিয়ার ছেলে। খেতে সেচ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

রেলওয়ে কক্সবাজার অঞ্চলের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনে এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জেনেছি। লোকো মাস্টারের দেওয়া তথ্যমতে, লোকটি শোয়া অবস্থায় ছিলেন। হর্ন দেওয়ার পরও তিনি উঠে না যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত: