ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

রায়ের কপি পাননি খালেদার আইনজীবীরা

অনলাইন ডেস্ক ::

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের কপি আজ পাননি তার আইনজীবীরা। তবে আগামীকাল বৃহস্পতিবার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।  খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আজ রায়ের কপির জন্য  অপেক্ষা করলে আদালত থেকে তা দেয়া হয়নি। আগামীকাল পাওয়া যেতে পারে।  এদিকে আদালত থেকে জানানো হয়েছে রায়ের অনুলিপির কিছু পরিমার্জন ও সংশোধনের কাজ বাকি রয়েছে। তাই সেটি কাল পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনকে ৫ বছরের সাজা দেন আদালত। বকশি বাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

এ মামলায় অন্য আসামিদের ১০ বছর করে কারাদ- দেয়া হয়।

পাঠকের মতামত: