ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামু থেকে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজারের রামু থেকে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতাপাড়া তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন (২০) ওই এলাকার বাদশা মিয়ার পুত্র ও সেই কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইহ্নটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, চলমান এইচএসসি পরীক্ষার আগেই মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করছে সাদ্দাম হোসেন- এমন তথ্য পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তর করতে সক্ষম হন র‌্যাব। তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট এবং দু’টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে।

মেজর রুহুল আমিন বলেন, ‘গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম প্রশ্ন ফাঁস চক্রের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে সে যুক্ত হয়। ওইসব গ্রুপের এ্যাডমিনদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে। পরে বিকাশের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়ায়।’

এই চক্রটি আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে সাদ্দাম হোসেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মেজর রুহুল আমিন। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: