ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে হাতির হামলায় প্রাণ হারালো ব্যবসায়ি

নিহতসোয়েব সাঈদ, রামু ::

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বন্য হাতির হামলায় পরেশ বড়–য়া (৫০) নামের ব্যবসায়ি নিহত হয়েছেন। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের রামকোট এলাকার বাসিন্দা। গতকাল রবিবার ৩ ফেব্রুয়ারী ভোর ৬ টায় রামুর রাজারকুল ইউনিয়নের পাহাড়ি জনপদ ডিগালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, মাছ নিয়ে পার্শ্ববর্তী সোনাইছড়ি যাওয়ার পথে ডিগালতলী এলাকায় বন্য হাতির কবলে পড়েন। হাতির হামলায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। শুটকী মাছ ব্যবসায়ী পরেশ বড়–য়া (৫০) উখিয়া উপজেলার কোটবাজার এলাকার দীনেশ মোহন বড়–য়ার ছেলে। পরেশ বড়–য়ার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

উল্লেখ্য গত ৭ জানুয়ারি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বন্য হাতির হামলায় প্রাণ হারায় স্থানীয় ফয়েজ আহমদের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী রাশেদা বেগম।

পাঠকের মতামত: