ঢাকা,শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

রামুতে জাল টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক ৩

নিজস্ব প্রতি্বেদক ::৷  রামুতে ২ লক্ষ ৪৯ হাজার  জাল টাকাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। ১৯ এপ্রিল রাত ১০টায় মরিচ্যা চেক পোষ্টে দেহ তল্লাশী করে জাল নোটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন বর্তমান ইউপি সদস্য।
আটকরা হলেন, মৃত গোলাম কাদেরের পুত্র কাউয়ারকুপের ইউপি সদস্য মোহাম্মদ হাসান তালুকদার (৩১), মোহাম্মদ শফির পুত্র মোঃ কাজল (২৪), মৃত আনু মিয়ার পুত্র মোঃ এহসানুল হক (৩২)। তারা তিনজনই কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা।
কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, মোহাম্মদ হাসান পূর্ব পাড়া (৪নং ওয়ার্ড) এর মেম্বার। তিনি বিগত ৩-৪ মাস যাবৎ পরিষদেও আসছেন না। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো পরিষদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইমন কান্তি চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পাঠকের মতামত: