রামু প্রতিনিধি :: রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় ৮ জন বনকর্মি আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮ টায় রামু উপজেলার জোয়ারিয়ারনালা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
তৌহিদুল বলেন, শনিবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ারনালা এলাকায় বনবিভাগের জায়গা দখল করে জনৈক ব্যক্তি মুরগীর খামার তৈরী করেছে খবরে বনবিভাগের একটি দল উচ্ছেদ অভিযানে যান। এসময় সংঘবদ্ধ দখলদাররা হামলা চালালে ৮ জন বনকর্মি আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বন কর্মকর্তা তৌহিদুল।
পাঠকের মতামত: