ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মুদি দোকানে পর্যন্ত ঔষধ বিক্রি হচ্ছে কুতুবদিয়ায় 

কুতুবদিনয়া প্রতিনিধি :: কুতুবদিয়ায় প্রত্যন্ত এলাকাগুলোতে মুদি দোকানে পর্যন্ত অবাধে ঔষধ বিক্রি হচ্ছে। উপজেলা সদর বড়ঘোপ বাজার, হাসপতাল গেট, ধুরুংবাজার, লেমশীখালী চৌমুহনী বাজার, শান্তিবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে অন্তত দুই‘শ ছোট-বড় ফার্মেসী রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ফার্মেসীতে পাইকারি ঔষধ বিক্রি হয়ে থাকে। এ সত্বেও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মুদি দোকানগুলোতে বিক্রি হচ্ছে ঔষধ। বিশেষ করে উত্তর জোনে এর প্রভাব বেশি। উত্তর ধুরুং ইউনিয়নের ৪টি ওয়ার্ডেই অন্তত ১৫ টি মুদি দোকানে জীবন রক্ষাকারি ঔষধ সহ প্রচলিত বেশ কয়েকটি রোগের ঔষধ বিক্রি করে থাকেন দোকানীরা।
খোঁজ নিয়ে জানা গেছে নয়া কাটায় রহমত উল্লাহ, মামুন সওদাগর, খোকন, ফোরকান, চাইন্দার পাড়ায় সোনা মিয়া, কাইছার পাড়ায় সৈয়দ নুর, জহির আলী সিকদার পাড়ায় আবুল বশর, মো: ছদরী, চাঁেদর ঘোনায় কবীর সওদাগর, আকবর বলী পাড়ায় কলিম উল্লাহ, মৌলভী হুমায়ুন কবির,ফয়জানি পাড়ায় মৌলভী মোক্তার সওদাগর, জুম্মা পাড়ায় মো: দিদার প্রমূখ মুদি দোকানী নিত্যপণ্যের পাশাপাশি ঔষধও বিক্রি করে থাকেন।
ধুরুং বাজার ডক্টরস এন্ড কেমিষ্ট সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, যে কোন ফার্মেসীতে রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রি নিষেধ রয়েছে। মুদি দোকানে ঔষধ বিক্রি মারাত্বক ঝুঁকিপূর্ণ। বাজার থেকে পাইকারি ঔষধ কিনে ঐসব মুদি দোকানে বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সমিতির পরবর্তী সভায় আলোচনা করবেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান চকরিয়া নিউজকে বলেন, মুদি দোকানে ঔষধ বিক্রি করা ঠিক নয়। নির্দিষ্ট ফার্মেসীগুলোতে সব ধরণের ঔষধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তবে কিছু কিছু ঔষধ যে কেউ বিক্রি করতে পারেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত: