ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী নদীতে নিখোঁজ  যুবকের গলিত মরদেহ তিনদিন পর উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক শাহ আলমের মরদেহ তিনদিন পর আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ ১০ আগষ্ট সকালে স্থানীয় লোকজন চিংড়ি ঘেরে মরদেহটি ভাসতে দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সদস্যরা নিখোঁজ যুবকের মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, গত ৭ আগস্ট সকালে বাড়ির সামনে  মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন যুবক শাহ আলম। তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়ার মৃত জাকের হোসেন এর ছেলে।

ওসি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সুত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম খুটাখালী ইউনিয়নের চিংড়ি ঘের এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ শাহ আলমের মরদেহ উদ্ধার করে। আজ বিকালে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: