ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মহেশখালী থানায় দালালের উপদ্রব-সাধারন জনগন হয়রানীর শিকার

ps moheskhaliনিজম্ব প্রতিবেদক ঃ

মহেশখালী থানায় ছন্দবেশী দালাল বৃদ্ধি পাওয়ায় ভোক্তভোগীরা হয়রাণীর শিকার। থানার গেইটের সামনে দালাল থেকে সাবধান লিখে বিভিন্ন শর্তাবলী জোড়ে দিয়ে ডিজিটাল ব্যানার দিলেও মুলতঃ কার্যকারিতা বলতে কিছুই নাই বরং আগের তুলনায় দ্বিগুন দালালের সংখ্যা বেড়েছে যারফলে ভোক্তভোগীরা চরম হয়রানীতে পড়ছে। ভোক্তভোগীদের তথ্যমতে, মহেশখালী থানায় সু-বিচারের জন্য আসা হলে ও দালালের খপ্পরে সবর্স্ব হারিয়ে চলে যেতে হয়। সাধারন জনগনেরা মনে করেন থানার প্রত্যেক অফিসারের সাথে গোপনে বা প্রকাশ্যে দালাল আতাঁত আছে তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দালালেরা বাদী বিবাদীকে বিভিন্ন সুযোগ সুবিধা দেখিয়ে স্ব-স্ব অফিসারের কাছে নিয়ে যায় তখন মোটা অংকের টাকা নিয়ে মামলা নিয়ে আদায়কৃত টাকা থেকে পার্সেন্টিস হিসাব করে টাকা নিয়ে থাকে যারফলে দালালেরা উৎসাহিত হয়ে আরো বেপরোয়ারা হতে চলছে। সম সম্প্রতি থানায় পুরাতন দালালের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক মাতব্বর, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্টানের ছাত্র পরিচয়দারী ও বিভিন্ন ছন্দবেশী দালালেরা থানায় মামলার কন্টাক নিয়ে ব্যস্ত যার ফলে থানার শৃংঙ্খলা দারুন ভাবে নষ্ট হচ্ছে এবং ভোক্তভোগীরা চরম ভুগান্তিতে পড়ছে। তাই প্রকাশ্য ও ছন্মবেশী দালালদের চিহ্নিত করে দালাল আইনে মামলা করার জন্য ভোক্তভোগীদের একান্তদাবী। ভোক্তভোগীরা জানান, থানায় কোন মামলা করতে আসলে থানার গেইটে বা বিভিন্ন এলাকায় উৎপেতে থাকা দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়িতে ফিরে যেতে হয়। এ অবস্থা থেকে পরিত্রান পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

পাঠকের মতামত: