ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মহেশখালী ও কুতুবদিয়ার ৫৩ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণ

কক্সবাজার প্রতিনিধি ::  সদ্য ঘোষিত তফসিল অনুযায়ি কক্সবাজারের ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে ১১ এপ্রিল। চেয়ারম্যান পদে মহেশখালী ও কুতুবদিয়ার ৫৩ জন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। তবে সর্বোচ্চ ৫ জনের নাম চুড়ান্ত মনোনয়নের জন্য প্রেরণ করবে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

নির্বাচনী তফসিল অনুয়ায়ি কক্সবাজারের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহন গতকাল শেষ হয়েছে । ২ দিনে ৪ টি উপজেলার ৮৩ জনের সাক্ষাতকার গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সাক্ষাতকার অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
তিনি বলেন কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড একজনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন। যিনি মনোনয়ন পাবেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। তাকে নৌকা প্রতীক বিজয়ী করাই হবে আমাদের প্রধান কাজ। এছাড়া নেত্রীর সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন এই সংগঠনের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রর্থী হওয়ার মত অসংখ্য যোগ্য নেতৃত্ব রয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। জনপ্রিয় প্রার্থীই দলের মনোনয়ন পাবেন। আমরা আওয়ামী পরিবার সবাই ঐক্যবদ্ধ। চেয়ারম্যান প্রার্থী হওয়ার মত যোগ্য লোকের অভাব আওয়ামী লীগে নেই।

মনোনয়ন পেলে যে কেউ সহজে বিজয়ী হবেন। যার জনপ্রিয়তা বেশী তাকে আপনারা সমর্থন করলে মনোনয়ন চুড়ান্ত করা আরো সহজ হবে। তিনি উপস্থিত সকল মনোনয়ন প্রত্যাশীদের ধন্যবাদ জানান। এ সময় ঊপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, শফিউল আলম কুতুবী, উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম।
সাক্ষাতকার দিয়েছেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৫ জন, হোয়ানক ১১ জন, মাতারবাড়ি ১৪ জন। কুতুবদিয়ার বড়ঘোপ ৪ জন, আলী আকবর ডেইল ৫ জন, কৈয়ারবিল ৩ জন, লেইমশী খালী ৩ জন, উত্তর ধুরং ৪ জন, দক্ষিণ ধুরুং ৪ জন।

পাঠকের মতামত: