ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

মহেশখালীর স্বাস্থ্য কর্মকর্তা মোনাফ কুতুবী আর নেই

নিজস্ব  প্রতিবেদক :

মহেশখালী উপজেলার হোয়ানকে কর্মরত স্বাস্থ্য সহকারী আবদুল মোনাফ কুতুবী বুধবার দুপুর সোয়া ২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজেউন)। তিনি প্রায় তিন মাস ধরে দুরারোগ্য লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র, দুই ভাই, বোন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কুতুবদিয়া উপজেলার আলীআকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়া গ্রামের মরহুম আলহাজ্ব আফজল মিয়ার তৃতীয় পুত্র।  চাকরি সূত্রে তিনি পরিবার নিয়ে হোয়ানকে বসবাস করতেন।

সজ্জন, মিশুক, সমাজহিতৈষী ও নিরহঙ্কার ব্যক্তি হিসেবে তিনি পরিচিত মহলে বিশেষ সমাদৃত ছিলেন। আগামীকাল ৩ মে সকাল ১০টায় হোয়ানক টাইমবাজার প্রাইমারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: