ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর সরওয়ার আজমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

Sarwar-Azam_1মহেশখালী পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় সরওয়ার আজমকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে সায়মিকভাবে বহিষ্কার করা হল। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তের আলোকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সরওয়ার আজমকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ করা হল। অন্যথায় তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাথে সাথে মহেশখালী পৌরসভার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মীদের মহেশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মকছুদ মিয়ার নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রেস বিজ্ঞপ্তি

পাঠকের মতামত: