ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মহেশখালীর শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়নের দুই ওয়ার্ডে উপ-নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমাদান

এম. রমজান আলী মহেশখালী ঃ ৬ অক্টোবর :

মহেশখালীর কুতুবজুম ও শাপলাপুর ইউনিয়নের শূন্য আসনে উপ নির্বাচনে ১০ জন প্রার্থী ৬ই অক্টোবর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেন। কুতুবজুম ইউনিয়নের ২নং ওয়ার্ড (সোনাদিয়া এলাকা) মনোনয়ন পত্র দাখিল করেন ৩ জন-কাজল আক্তার, মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, অপরদিকে শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আমান উল্লাহ, রশিদ আহাম্মদ, ফরিদুল আলম, শাহ নুরুল আলম, বজল আহাম্মদ, নুরুল আবছার ও আব্দুল করিম। তপশীল মতে, ৭ অক্টোবর জমাদানকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র বাচাই। ১৪ই অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ই অক্টোবর প্রতীক বরাদ্ব ও ৩১ অক্টোবর ভোট গ্রহন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম জানান, সুষ্ঠ, সুন্দরভাবে মনোনয়ন পত্র দাখিল শেষ হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল আলম জানান, ১৫ই অক্টোবর প্রতীক বরাদ্বের পরবর্তী সময়ে নির্বাচনী আচরন বিধি মোতাবেক নির্বাচনী কার্যাক্রম চলাতে হবে। পাশাপাশি প্রার্থী ও তাদের সমর্থকদের সুন্দর মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে বিপরীত কোন কিছু করার চেষ্ঠা করা হলে তড়িৎ গতিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুদ্রাক্ষরিক মুহাম্মদ শাহজাহান জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠ ভাবে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে।

পাঠকের মতামত: