ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলা

মহেশখালীর শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ জয়ী

নীতিশ বড়ুয়া, রামু :: রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয়লাভ করেছে মহেশখালীর কালামারছড়া শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ। বিদেশী ও জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া মহেশখালীর শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ১-০ গোলে পরাজিত করে কক্সবাজার সদরের ‘কিং ইলেভেন ঈদগাঁহ’ ফুটবল দলকে। তীব্র প্রতিদন্ধিতাপূর্ণ খেলা উপহার দিয়েও অভিজ্ঞতার কাছে ধরাশায়ী হয় কিং ইলেভেন ঈদগাঁহ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, মহেশখালী শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ফুটবল একাদশের অধিনায়ক সবুজ (১০নং জার্সি)।

শনিবার (২০ মার্চ) বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, রামুর সাবেক ফুটবল খেলোয়াড়রা। জানালেন, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া শিপন।

খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১৫ মিনিটে মহেশখালী শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে উভয় দল মরিয়া হয়ে উঠে গোল করতে। কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় জাতীয় দলের ফুটবলার মহেশখালী শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ফুটবল একাদশের অধিনায়ক তৌহিদুল ইসলাম সুবজ। মহেশখালী দলের বিদেশী খেলোয়াড় ডিফেন্ডার আব্রাহামের সরাসরি সর্ট গোলবারে লেগে বাইরে চলে যায়। অপর দিকে ‘কিং ইলেভেন ঈদগাঁহ’ ফুটবল দলে অভিজ্ঞ একজন স্ট্রাইকারের অভাবে বারবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এ খেলায় জয় নিয়ে মহেশখালী ‘শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ফুটবল একাদশ’ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের আন্দোলিত করেছে।

খেলা পরিচালনায় আলী হোসেন রেফারী, মিল্টন দত্ত, ওমর ফারুক মাসুম ও আনিস সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু ও পুলক বড়ুয়া। খেলার ধারাবিবরণী বর্ণনা করেন, দুলাল বড়ুয়া ও বিপ্লব মল্লিক।

মহেশখালী শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ ফুটবল একাদশ:

মোবারেক আলী (গোলরক্ষক), সবুজ (অধিনায়ক), আব্রাহাম (বিদেশী খেলোয়াড়), আজিম রানা, মনির, রাশেল, আরিফ-১, সাকের, আরিফ-২, আবিদ, মুছা (বিদেশী খেলোয়াড়)। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সজীব, মাসুদ, অমিত, জিয়া, শাহেদ।

কিং ইলেভেন ঈদগাঁহ, কক্সবাজার :

মুহিবুল্লাহ (গোলরক্ষক), রোজউল করিম (অধিনায়ক), ওমর ফারুক, আবদুল মালেক, মো. রাশেদ, টিংকু, জিয়াউল হক, মুবিন, আরভিন, রাশেদুল হক রানা, আদনান। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, আবদুল্লাহ, ওয়াহেদ, মুজিবুল হক, মো. ইমরান, আদনান ছাদেক আনান।

খেলায় হলুদ কার্ড পেয়েছে, মহেশখালী শহীদ ওসমান স্মৃতি ফুটবল দল একাদশের বিদেশী খেলোয়াড় মুছা, সাকের, রাশেল, সজীব এবং ‘কিং ইলেভেন ঈদগাঁহ’ ফুটবল দলে জিয়াউল হক, অধিনায়ক রেজাউল করিম।

আজ (২১ মার্চ) রবিবার রামু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের তৃতীয় দিনের খেলায় পেকুয়া সদর ফুটবল একাডেমী বাঁশকাটা ক্রীড়া সংস্থা, নাপিতখালী, কক্সবাজার মুখোমুখি হবে।

 

পাঠকের মতামত: