ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

মহেশখালীর পশুর হাটে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্যাটেরিনারি মেডিকেল টিম

cow,মহেশখালী প্রতিনিধি  :
মহেশখালীতে পরুদমে বসেছে কোরবানির পশুর হাট। আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই দ্বীপে প্রবেশ করছে গরুসহ বিভিন্ন প্রকার পশু। বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে গরু মোটা তাজা করা গরু ও রোগাক্রান্তপশু বিক্রি রোধ করতে এবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহেশখালীতে বসানো হয়ছে মেডিকেল ভ্যাটেরিনারি টিম।
সাধারণ ক্রেতাদের মাঝে বিষয়টি বেশ সাড়াও ফেলেছে। সাধারণ ক্রেতারা টিমের ডাক্তারদের ড়েকে নিয়ে পছন্দের পশু নিরীক্ষা করে দেখছেন। তাছাড়া বাজারে নকল টাকার নোট প্রতিরোধ, পকেটমার শনাক্ত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। টিমের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন ইতোমধ্যে মহেশখালীতে কোরবানির বাজারের ব্যস্ততা শুরু হয়েগেছে। ঈদকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ ও অশুভ ব্যবসায়ীদের মনিটরিঙের আওতায় নিয়ে আসতে এই অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক ভাবে গতকাল গোরকঘাটা ও বড় মহেশখালীতে এই মনিটরিং চলে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সব এলাকায় চলবে এই অভিযান।

পাঠকের মতামত: