ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ৩৬০ ব্যাক অবৈধভাবে ইউরিয়া সার পাচারের জন্য আনা ইউরিয়া সার-অবশেষে প্রশাসনের হেফাজতে

এম রমজান আলী মহেশখালী::
Mahas
সংবাদ প্রকাশের জের পাচারের জন্য আনা ইউরিয়া সার অবশেষে প্রশাসনের হেফাজতে বলে প্রশাসনের দাবী। বড় মহেশখালী ইউনিয়নে ৩৬০ ব্যাক ইউরিয়া সার অবৈধভাবে ঢুকে পড়ায় এলাকা জুড়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ মার্চ প্রশাসনের অগোচরে বিসিআইসি ডিলার নুরুল হক আশুগঞ্জ এলাকা থেকে ট্রাক ভর্তি ৩৬০ ব্যাক, ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ছোট দানার ইউরিয়া সার এনে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নিজস্ব সারের গোদামে রেখে দেন। প্রশাসন সংবাদ পেয়ে নুরুল হকের গোদামে রাখা সার বিক্রি না করার জন্য নির্দেশ দেন। এ ব্যাপারে অভিযুক্ত নুরুল হক জানান, ৩৬০ ব্যাক অবৈধ ইউরিয়া সার আনার পূর্বে আমি ইউএনও আবুল কালাম, কৃষি অফিসার শামসুল আলম ও জেলার সার বিক্রির সমন্নয় সভায় অবহিত করেছি সুতরাং আমি লিগ্যালে আছি আমার কোন সমস্যা আছে বলে মনে করি না। কৃষি অফিসার শামসুল আলম জানান, বরাদ্বের বাহিরে আনা অবৈধ ইউরিয়া সারের সম্পর্কে আমি জানি না তবে সার মহেশখালীতে আনার পরে নুরুল হক আমাকে অবহিত করেছে আমি তৎক্ষনাত ইউএনও আবুল কালাম কে অবহিত করেছি এবং নুরুল হক অবৈধভাবে আনা ইউরিয়া সার প্রাথমিক ভাবে বিক্রি না করার জন্য নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে ইউএনও আবুল কালাম জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত নহে। এ ব্যাপারে কয়েক সাব-সার ডিলার জানান, নুরুল হক অবৈধভাবে ইউরিয়ার সার আনার সংবাদটি শুনার সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ সভাপতি কে অবহিত করেছি। তৎসময় উপজেলা সভাপতি কৃষি অফিসার কে ফোনের মাধ্যমে অবৈধভাবে ইউরিয়ার সার মহেশখালীতে আসার বিষয়টি জানতে চান। তদুৎত্তরে কৃষি অফিসার বিষয়টি জানেন না বলে জানান।

পাঠকের মতামত: