সরওয়ার কামাল, মহেশখালী :: মহেশখালী উপজেলার কালারমারছাড়া ইউনিয়নের ডেইল্যাঘোনা সীমান্তে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর শুক্কুর (৬৫) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে।
আজ ২রা সেপ্টেম্বর বিকাল ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পশু চিকিৎসক আব্দু শুক্কুর হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কালারমারছড়া মিজ্জির পাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলমের নেতৃত্বে পশু চিকিৎসক আবদুর শুক্কুরের উপর হামলা চালালে এতে গুরুতর আব্দু শুক্কুর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব কুমার চৌধুরী ।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান।
পাঠকের মতামত: