কক্সবাজার প্রতিনিধি ::
সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজী বন্ধ করতে মহেশখালীর পাহাড়ে সন্ত্রাসিদের আস্তনা উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিনে অন্তত ৭টি আস্তানা উচ্ছেদ করেছে। এতে অংশ নিয়েছে মহেশখালী থানার ওসি’র নেতৃত্বে ৫৫ জন পুলিশ সদস্য। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।
সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজী বন্ধ করে উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহেশখালীর পাহাড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। দুই দিনের অভিযানে কেউ গেপ্তার না হলেও অন্তত ৭টি সন্ত্রাসিদের আস্তানা উচ্ছেদ করেছে পুলিশ। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয় এ অভিযান।
হোয়ানকের একজন সাবেক মেম্বার নাম প্রকাশ না করার শর্তে জানান, অন্তত ৫৫ জন পুলিশ সদস্য গত ১৬ জানুয়ারি বর্তমানে উত্তপ্ত কালাগাজীর পাড়া পাহাড়ী এলাকায় অভিযান চালায়। বর্তমানে মহেশখালী থানার এস আই জহির এর নেতৃত্বে কালাগাজীর পাড়া বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প কাজ করলেও সম্প্রতি দুইটি হত্যা কান্ড সংগঠিত হয় এ এলাকায়। এই এলাকায় দুইটি সন্ত্রাসি বাহিনী সক্রিয় থাকায় হামলা ও পাল্টা হামলা হচ্ছে প্রতিনিয়ত। তৎমধ্যে একটি এস আই পরেশ কারবারি হত্যার আসামিরা পুলিশের ভয়ে পাহাড়ে আস্তানা গড়ে তুলেছে। ওই আস্তানা থেকে অতর্কিত হামলা চালিয়ে এক যুবককে জবাই করে হত্যা করেছে। এর আগে প্রতিপক্ষ লোকজনের হামলায় তাদের এক সন্ত্রাসি নিহত হয়। সন্ত্রাসিরা পাহাড়ের আস্তানা থেকে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও চাঁদাবাজী করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয় ব্যবসায়িরা। পুলিশ পাহাড়ে সন্ত্রাসিদের আস্তানায় দফায় দফায় অভিযান চালিয়ে ৪টি আস্তানা ধ্বংস করে।
গতকাল ১৭ জানুয়ারি কালারমারছড়ার আধাঁরঘোনা, নোনাছড়ি ও মোহাম্মদ শাহ ঘোনার ৩টি আস্তানায় অভিযান চালায় পুলিশ। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের নেতৃত্বে ৭ জন উপ-পরিদর্শকসহ অন্তত ৫৫ জন পুলিশ সদস্য এ অভিযানে অংশ গ্রহন করে।
নোনাছড়ি গ্রামের শামসুল আলম জানিয়েছেন, এই তিন গ্রামের পশ্চিমাংশের অধিকাংশ লবণ জমি এখন দখলবাজদের নিয়ন্ত্রণে। পাহাড়ি আস্তানা থেকেই সন্ত্রাসিরা এ সব দখলবাজি নিয়ন্ত্রণ করছে। যার পেশী শক্তি যত বেশী তার দখলে জমিও ততবেশী। জমির প্রকৃত মালিকরা সন্ত্রাসিদের কাছে অসহায়। কক্সবাজার পুলিশ সুপার বরাবরে অনেকে অভিযোগ করলেও প্রতিকার পাচ্ছে না জমির মালিকরা। এক সন্ত্রাসি এলাকা ছাড়া হলে অন্য সন্ত্রাসি পুনরায় দখল করে নিচ্ছে। নিত্য নতুন গডফাদারের কারণে অসহায় লবণ চাষীরা। বিগত চিংড়ি মৌসুমেও সন্ত্রাসিরা অধিকাংশ চিংড়ি প্রজেক্ট দখলে রেখে ছিল। সন্ত্রাসিদের অস্ত্রের ঝনঝনাতিতে সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। পুলিশের অভিযান শেষ হলে অজ্ঞাত স্থান থেকে বেরিয়ে আসে সন্ত্রাসিরা। গতকাল ১৭ জানুয়ারি আধাঁরঘোনা, নোনাছড়ি ও মোহাম্মদ শাহ ঘোনার বিভিন্ন আস্তানায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। এতে ৩টি আস্তানা উচ্ছেদ করে পুলিশ।
মোহাম্মদ শাহঘোনার মোহাম্মদ জাকের হোছাইন জানিয়েছেন, এই এলাকার পশ্চিম পাশের অন্তত ৩০০ একর জমি জবর দখল হয়েছে। জমির মালিকরা এখন সন্ত্রাসিদের ভয়ে মুখ খুলতে চায় না। কেউ অভিযোগ করলে মুচলেকা দিয়ে এলাকায় আসতে হয়। অনেক জমির মালিক এখন সন্ত্রাসিদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। মানবেতর জীবনযাপন করছেন বিভিন্ন এলাকায়। জমি ফিরে পেতে প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরতে ঘুরতে অনেকের মৃত্যু হয়েছে কিন্তু জমি ফিরে পায়নি। তাই সন্ত্রাস মুক্ত হলে জমির মালিকরা জমি ফিরে পাবে। সম্প্রতি রাষ্ট্রপতি পদক প্রাপ্ত কালারমারছড়ার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই শাওন দাশ জানিয়েছেন, কোন সন্ত্রাসিই ছাড় পাবে না অভিযান চলবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, অভিযান আরো জোরদার হবে। যেভাবেই হউক মহেশখালীকে সন্ত্রাস মুক্ত করতে চাই। সন্ত্রাসিদের কয়েকটি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সবকটি আস্তানাই চিহ্নিত করা হয়েছে।
প্রকাশ:
২০১৮-০১-১৮ ০৮:২২:৫৯
আপডেট:২০১৮-০১-১৮ ০৮:২২:৫৯
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
- ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
- কক্সবাজারে চকরিয়া থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- চকরিয়ায় সড়ক বিভাগের জায়গা থেকে ৯০ অবৈধ দোকান উচ্ছেদ
- চকরিয়ায় নয়াবাদি খাল দখলমুক্ত ও সংস্কার দাবি কৃষকদের
- চকরিয়ায় সংরক্ষিত বনে বন্যাহাতির আক্রমণে শ্রমিক নিহত, আহত ১
- চকরিয়ায় টিআইবি সনাকের মানববন্ধন
- চকরিয়ায় সড়ক বিভাগের জায়গা থেকে ৯০ অবৈধ দোকান উচ্ছেদ
- জেলায় ডা:শফিকুর রহমানের আগমন ও সম্মেলন সফল করতে চকরিয়া জামায়াতের প্রস্তুতি সভা
- অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- কক্সবাজার প্রেস ক্লাবকে সংষ্কারের দাবিতে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত
- চকরিয়ায় টিআইবি সনাকের মানববন্ধন
- চকরিয়ায় সংরক্ষিত বনে বন্যাহাতির আক্রমণে শ্রমিক নিহত, আহত ১
- চকরিয়ায় নয়াবাদি খাল দখলমুক্ত ও সংস্কার দাবি কৃষকদের
- ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- কক্সবাজারে চকরিয়া থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
পাঠকের মতামত: