মহেশখালীতে ঝুকিঁপূর্ন ভবনে সরকারী দায়িত্ব পালন যে কোন মুহুর্তে ধসে পড়ার শংঙ্কা। অফিস সুত্রে জানাগেছে, দীর্ঘ বছরের পর বছর ধরে (বনবিভাগ) গোরকঘাটা র্যাঞ্জ অফিস ঝুকিঁপূর্ন হয়ে পড়েছে এর পরেও নিজস্ব ভবন না থাকায় এই অফিসে বসেই রাত-দিন অফিসিয়ালী কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে র্যাঞ্জ কর্মকর্তা আবুল হাশেম ভুইঁয়া জানান, ভবন ঝুকিঁপূর্ন হওয়ার পরে ও আমাদের নিজস্ব ভবন না থাকায় এখানে বসেই অফিসিয়ালী কাজ চালিয়ে যেতে হচ্ছে। আমরা নিয়মিত আতংকে আছি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিট অফিসার আব্দুল জাব্বার জানান, ভবনটি খুবই ঝুকিঁপূর্ন তাই আমরা আতংকে আছি। বিট অফিসার তোসাদ্দেক হোসেন জানান, ঝুকিঁপূর্ন ভবনটি শিগ্রিই সংস্কার অথবা নতুন একটি তৈরী করা হলে আশঙ্কা মুক্ত হব। অফিসের ষ্টাফ আব্দু রাজ্জাক ও একই কথা বলেন।
পাঠকের মতামত: