প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার বিএনপির প্রভাবশালী নেতা ও মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম কয়েকজন ইউপি সদস্যসহ দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের যোগদান করেছেন। আজ বিকেলে মগনামায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের হাতে ফুলের তোড়া ও নৌকা উপহার দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
আওয়ামী লীগে যোগদানকৃত হলেন, বিএনপি কর্মী মগনামার ইউপি সদস্য মো. মাদুু মেম্বার, নূর মোহাম্মদ বদ, খোরশেদ আলম, নবী হোসেন, আবু জাফর। আওয়ামী লীগে যোগদানকারী কয়েকজন নেতা বলেন, তাদের সঙ্গে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের বাসায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী জাফর আলম ছাড়াও উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীল চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, এস এম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক প্রমুখ।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘পেকুয়াকে বিএনপির ঘাঁটি বলা হলেও দফায় দফায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করার হিড়িক পড়েছে। এখন বিএনপির সেই ঘাঁটি পেকুয়ায় আর নেই। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ারের সারা বাংলাদেশের ন্যায় পেকুয়া বিএনপি ভেসে গেছে।’
মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম আওয়ামী লীগে যোগদান করার কথা জানিয়ে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এতে আমার সাথে কয়েকজন ইউপি সদস্যসহ দুই শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন। আশা করি আগামী সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জীবন বাজি রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।’
কক্সবাজার-১ আসনে মহাজোট প্রার্থী জাফর আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা-বিশ^াস রেখে তাঁরা আওয়ামী লীগে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় বিএনপি নেতাকর্মীকে বরণ করে নিয়েছি। বর্তমানে দেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগে নিবেদিতপ্রাণ কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।’
পাঠকের মতামত: