কক্সবাজার প্রতিনিধি :: একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কক্সবাজারের ৫১৩টি কেন্দ্র প্রস্তুত করেছে জেলা প্রশাসন। এসব কেন্দ্রে রয়েছে একজন করে প্রিজাইডিং অফিসার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কক্সবাজারের উপজেলাগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট পেপার ও বক্স, সিল, ফরম, প্যাকেটের মতো নির্বাচনী সামগ্রী। যেগুলো ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।
এছাড়া নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে চার শতাধিক সেনা সদস্য, বিপুল সংখ্যাক পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে জেলাজুড়ে আইনশৃঙ্খলাবাহিনীর তল্লাশি ও অভিযান চলছে। বহিরাগত ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সবোর্চ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে। সকল প্রস্তুতি সম্প্রন্ন করা হয়েছে।’
পাঠকের মতামত: