ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ভেলোরে শের-ই-মহীশুর টিপু সোলতান পরিবারের  রক্তের ইতিহাস আজও কালের স্বাক্ষী

মহসীন শেখ, ভেলোর (তামিলনাড়ু), চেন্নাই, ভারত থেকে ::
ভেলোর সিটির বাসস্ট্যান্ডের পশ্চিম পাশেই মহিশোরের বাঘ খ্যাত টিু সুলতানের দুর্গ। ভেলোর ফোর্ট। মেইন বাজার কিংবা সিএমসি হাসপাতাল থেকে হেঁটে মাত্র পনের মিনিটের পথ। আগে জানতাম না হায়দার আলী ও টিপু সুলতানের স্মৃতিবিজড়িত জনপদ মহীশূর রাজ্য যে এই কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে তা সিএমসি হসপিটালে চিকিৎসা নিতে  এখানে এসে বুঝলাম। যেখানে আজও কালের স্বাক্ষী হিসেবে রয়েছে সুলতান পরিবারের রক্তাক্ত ইতিহাস।

আমি যে লজে উঠেছি তার নাম ‘সোলাই’। লজে একজন স্টাফের সাথে কথা বলে জানলাম,  ভেল’ অর্থ বলা হয়ে থাকে স্পেয়ার বা যুদ্ধাস্ত্র। ‘অর’ মানে জায়গা। এই হলো সংক্ষেপে শহরটির নামের অর্থ। তার মতে, ভেল অর্থ সূর্যের উত্তাপ আর অর মানে জায়গা। তার অভিমত মোটেও মিথ্যা নয়। কারণ এখানে অতিমাত্রায় গরম।

পাঠকের মতামত: