ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ভাসানচর যাচ্ছে ২ থেকে ৩ হাজার রোহিঙ্গা

রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত ভাসান চর

নিউজ ডেস্ক ::  কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে ২ থেকে ৩ হাজার রোহিঙ্গাকে আগামী কয়েক দিনের মধ্যে ভাসানচরে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার কার্যালয় এসব রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে কাজ করছেন।

জেলা প্রশাসনের পক্ষে সব সহযোগিতা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এর জন্য নোয়াখালীর জেলা প্রশাসকও প্রস্তুত রয়েছেন।

পাঠকের মতামত: