ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ভারতে গরুর মাংস বহনের শাস্তি গোবর আর গোমূত্র পান

cowনিউজ  ডেস্ক  ::

নয়া দিল্লি: ভারতে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল হিন্দু দুজন মুসলিমকে গোবর খেতে বাধ্য করছে।

এই দুই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তারা গরুর মাংসের একটি চালান বহন করছিল।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানা অঙ্গরাজ্যে এবং ওই ব্যক্তিরা সেখান থেকে দিল্লীতে গরুর মাংস নিয়ে যাচ্ছিল।

হিন্দু ব্যক্তিদের একজন সাংবাদিকদের বলেছেন, তারা ওই দুই ব্যক্তিকে উচিত শিক্ষা দেবার জন্য দই এবং দুধের সাথে গোবর ও গোমূত্র মিশিয়ে খাইয়েছেন।

ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র হিসাবে গণ্য করে।

গরু জবাই বা গরুর মাংস বিক্রি হরিয়ানা অঙ্গরাজ্যে বেআইনি। যদিও ভারতের সব রাজ্যে এরকম আইন নেই।

পাঠকের মতামত: