শুক্রবার জুমা পরবর্তি পেকুয়া সদর বাঘগুজারাস্থ নিহত ওয়াসিমের বাড়িতে গিয়ে মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড.ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।
এর আগে সকাল ১০টার দিকে ওয়াসিমকে দাফন করা কবরস্থানে গিয়ে জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন যুবদলের নেতাকর্মীরা।
ওই সময় চট্টগ্রাম মহানগর, জেলা যুবদল ছাড়াও পেকুয়া উপজেলা যুবদলের সকল স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিহত ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ার সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।
চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
১৬জুলাই মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের এক পর্যায়ে ঘাতকের হামলায় প্রাণ হারান ওয়াসিম।
পাঠকের মতামত: