ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বিনামূল্য বই বিতরণ বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত, নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

এম.মনছুর আলম, চকরিয়া ::
নতুন বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব। সারা দেশের ন্যায় বছরের শুরুতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুবই উচ্ছাসিত। তারই ধারাবাহিতায় উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বই পেয়ে যেমন খুশি, তেমনি খুশি হয়েছেন অভিভাবকরা।

রবিবার (১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠে হলরুম মিলনায়তনে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

চকরিয়া উপজেলা প্রশাসন জেলার অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে আনুষ্ঠানিক এ বই উৎসব বিতরণ উদ্বোধনের মধ্যদিয়ে শুরু করেন।

এদিন উপজেলায় প্রায় তিন শতাধিক সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ইবতেদায়ীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০২৩ সালের শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও মাষ্টার আনছারুল করিমের সঞ্চালনায়
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন, সাংবাদিক এম.মনছুর আলম, সাইফুল কাদের সোহেল, সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, শিক্ষক প্রতিননিধি মাস্টার জাইদুল হক, রাশেদা বেগম ও রিদুয়ানুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা জন্নাত, মাজহারুল ইসলাম, এস এম নুরুন্নবী, আবুল বশর, মোহাম্মদ সাকেরসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, বর্তমান সরকার ১ জানুয়ারি বছরের শুরু থেকে এ বই উৎসবের সূচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এনেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই পাওয়ায় এটা বিরল এক দৃষ্টান্ত। এতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরা। মধ্য আয়ের দেশে বাস্তবে রূপান্তরিত করতে শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বিনামূল্য বই বিতরণসহ বিভিন্ন যুগান্তকারী প্রদেক্ষেপ আজ বাস্তবায়নের পথে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সারা দেশে একযুগে বিনামূল্য বই বিতরণ করা সরকারের বড়ই দৃষ্টান্ত। বিশ্বের বুকে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সারাদেশের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া যেমন ঐতিহ্যে পরিণত হয়েছে, তেমনি বিশ্বব্যাপী বিনামূল্য বই বিতরণ উৎসব সাড়া ফেলেছে। আগের চেয়ে ঝরে পড়া স্কুল শিক্ষার্থী অনেকাংশ কমে গেছে। সরকারের ২০৩০ সালের মধ্যে যে স্বপ্ন তা আমরা অনেকটা পৌঁছে গেছি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাধ্যমে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশা রইল। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলেছে তা সত্যিই খুবই বিরল। প্রতিটি বিদ্যালয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানোর দায়িত্ব অভিবাবকের আর তাদের লেখা-পড়ার খরচবহন করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার অত্যান্ত বদ্ধপরিকর বলে তিনি জানান।

পাঠকের মতামত: