ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বান্দরবানে শিক্ষার্থীদের বিক্ষোভ!

বান্দরবান প্রতিনিধি :    দুই শিক্ষার্থীর উপর বাস চাপা দিয়ে হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকার আন্দোলনে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন সেøাগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের ট্রাফিক মোড়, প্রেস ক্লাব চত্বর ও বাজার বাসষ্টেশন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে পরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে তারা। এসময় তারা নয় দফা দাবী তুলে ধরে এবং বাস চালকদের ফাঁিস দাবী করে। এদিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানার দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা প্রদান করে। থানার সামনে মিছিলটি প্রতিরোধ করে রাখে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়। এদিকে সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে বান্দরবানের সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তবে অনেকে খবরটি জানতে না পারায় সকালে শিক্ষার্থী ও অভিভাবকারা স্কুলে উপস্থিত হয়। পরে তাদের বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর জানতে না পারায় বিশেষ করে বান্দরবানের দুর্গম এলাকার শিক্ষার্থীরা বিপাকে পরে।

পাঠকের মতামত: