ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে জনসংহতি সমিতির সভাপতি উচোমং গ্রেফতার

বান্দরবান  সংবাদদাতা Bandarban-JSS-Pic:
চাঁদাবাজির মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা সভাপতি উচো মং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। সুয়ালক ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি সুলতানপুর এলাকার বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আবদুল করিম সুয়ালক ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন। গত ২৭ জুলাই উছোমং মার্মাসহ জনসংহতি সমিতির ১০ নেতা অপর একটি অপহরণ চাঁদাবাজি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। রোববার সংগঠনের ১০ নেতা বান্দরবানে আসলে তাদের জেলা কার্যালয়ে সংবর্ধনা দেয় নেতা-কর্মীরা। রাতে আবদুল করিমের দায়ের করা মামলায় সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার করা হয়। সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্ জানান, উছোমং মারমার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মংপু মার্মার অপহরণের ঘটনায় জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মার্মাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় ৩৮ নেতা কর্মীকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। গত ১৩ জুন মংপু মার্মাকে সন্ত্রাসীরা অপহরণ করার পর এখনো তার খোঁজ পাওয়া যায়নি।এ ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ি করেছে আওয়ামীলীগ। ঐ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৭ জুলাই হাই কোর্ট থেকে আগাম জামিন নেয় জনসংহতি সমিতির ১০ নেতা। প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় পাহাড়ে খুন, অপহরণ ও ব্যাপক চাঁদাবাজি করেছে জেএসএস এমন অভিযোগে বান্দরবান জেলা আওয়ামী লীগ অবরোধ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

পাঠকের মতামত: