ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

‘বাংলা নাট্যরীতি সৃষ্টি সময়ের দাবী’-কবি কামরুল হাসান 

চকরিয়া বিনোদন ডেস্ক ::

‘কাঁপুক আঁধার বিকশি মঞ্চ’ শিরোনামে কবি কামরুল হাসানের পরিচালনায় হেমন্তিকার উদ্ধোগে মাসব্যাপী সংস্কৃতি ও নাট্য বিষয়ক কর্শালা২০১৯ বায়তুশ শরফ জব্বরিয়াএকাডেমী আই,সি,টি মিলনায়তনে গত পরশু ২৯জানুয়ারী কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম,এম, সিরাজুল ইসলম এর সভাপতিত্বে অভিজ্ঞান পত্র প্রদান সহ একবর্ণাঢ়্য নান্দনিক আয়োজনের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

এতে কবি কামরুল হাসান বলেন-বিশ্বের সাতে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন,আর তাই এখনই বাংলা নাট্যরীতি সৃষ্টি করা আতি জরুরী হয়েপড়েছে,এটি এখন সময়ের দাবী।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষাবিদ এম,এম,সিরাজুল ইসলাম কক্সবাজরে শহীদ সুভাষের জীবনের ভাব অবলম্বনে কবি কামরুল হাসান রচিত মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বাংলাসাহিত্যের প্রথম কাব্য নাটক-‘মক্তিযুদ্ধ ফিরে ফিরে ডাকে’ গ্রন্থের প্রচ্ছদ নিয়ে তৈরী পোষ্টারের মডেল উন্মোচন করেন।মৌলিক পূর্ণাঙ্গ এই কব্য নাটকের গ্রন্থটি এবারেরবাংলা একাডেমী একুশে গ্রন্থ মেলায় ‘অ্যডর্ণ পালিকেশন’প্রকাশ করতে যাচ্ছে।কাব্য নাটকটি মঞ্চায়নের লক্ষ্যে নাট্যকর্মী সৃষ্টির প্রয়াসেই এই দীর্ঘ কর্মশালা।

এই অনিন্দ সুন্দর আয়োজনে কবি’র রচিত কবিতা ‘শান্তির বিনুনি বুনি’ কাব্যদৃশ্যায়নের মধ্যদিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা,’হেমন্তিকায়’ কবিতাটি নিয়ে নৃত্য-গীত ও পরিবেশনাট্যাংশ পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম,জেলা শিল্পকলা একাডেমিরসাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু।স্বাগত বক্তব্য রখেন হেমন্তিকার সাধারণ সমৃপাদক অনিল দত্ত।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাট্যকর্মী শিল্পী শতাব্দী বড়ুয়া তৃষা।

৩০জন অংশ গ্রহনকারী নিয়ে অনুষ্ঠিত এই মাস ব্যাপী কর্মশালায় সার্বিক সহযোগীতা প্রদান করেন,বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ও উজ্জল সেন,শক্তি,কক্সবাজার।

 

পাঠকের মতামত: