ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ম্যালেরিয়া প্রতিরোধে সাফল্যের তথ্য

বছরে সর্বোচ্চ সনাক্ত ১১৭৫ থেকে নেমে সর্ব নিম্ন সনাক্ত ৯৪

নিজস্ব প্রতিবেদক ::
গত চৌদ্দ বছরে চকরিয়ায় ১ টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়েছে ৮হাজার ৩ শত ৮২ জন। ২০০৮ সাল থেকে ২০২১ সাল সমীক্ষায় ধরা পড়ে এসব তথ্য। বছরগুলোর মধ্যে সর্বোচ্চ সনাক্তের বছর হলো ২০১১ সাল। এ বছর সনাক্ত হয় ১১৭৫ জন রোগি, সর্ব নিম্ন সনাক্তের বছর ২০২১ সাল। বছরটিতে সনাক্ত হয় মাত্র ৯৪ জন রোগি। সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের তত্বাবধানে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ২০০৭ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “একলাব”। ” উদ্ভাবনী কাজে লাগাই ম্যালেরিয়া রোধে জীবন বাচাই” এ শ্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলা পরিষদ মোহনায় “একলাব’র আয়োজনে ‘মাল্টি স্টেক হোল্ডার কো-অডিনেশন মিটিং’-এ এসব তথ্য তুলে ধরেন সংগঠনটি প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
সকাল ১০ টায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি, কাকারা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মেহেরাজ, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।
অনুষ্টানে বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধ করা সম্ভব, কিন্তু নির্মূল করা সম্ভব হবেনা। বর্তমানে চকরিয়ায় ম্যালেরিয়া রোগ ৯০ ভাগই প্রতিরোধে এসেছে। বাকি ১০ ভাগ প্রতিরোধ করতে সচেনতাই বাড়াতে হবে। বক্তারা বলেন, একলাব কর্তৃক চকরিয়ায় প্রদত্ত কিটনাশকযুক্ত মশারি ম্যালেরিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখেছে, এটি অব্যাহত রাখা প্রয়োজন। সচেতনতা সৃষ্টির মাধ্যমে মশারির ব্যবহার নিশ্চিত করা গেলে ম্যালেরিয়া একেবারে প্রতিরোধ করা যাবে। অনুষ্টানের সন্ঞালক মাহবুবুর রহমান তার সূচনা বক্তব্যে গত চৌদ্দ বছরে চকরিয়ায় ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ম্যালেরিয়া রোগের শনাক্তের বিবরণ তুলে ধরেন। এতে বলা হয়, ২০০৮ সালে সনাক্ত হয় ৮৯৮জন, ২০০৯ সালে সনাক্ত হয় ১২৬০জন, ২০১০ সালে মনাক্ত হয় ১০৫৪ জন, ২০১১ সালে সনাক্ত হয় ১১৭৫ জন, ২০১২ সালে সনাক্ত হয় ৬২২ জন, ২০১৩ সালে সনাক্ত হয় ৫৩০ জন, ২০১৪ সালে সনাক্ত হয় ১০৬৬ জন, ২০১৫ সালে সনাক্ত হয় ৬৭৩ জন, ২০১৬ সালে সনাক্ত হয় ৩২০ জন, ২০১৭ সালে মনাক্ত হয় ২৮১ জন, ২০১৮ সালে সনাক্ত হয় ১৭০ জন, ২০১৯ সালে সনাক্ত হয় ১৬২ জন, ২০২০ সালে সনাক্ত হয় ৭৭ জন ও সর্বশেষ ২০২১ সালে ম্যালেরিয়া রোগি ধরা পড়ে মাত্র ৯৪ জন। বছরের সর্বোচ্চ সনাক্ত ১১৭৫ থেকে নেমে বর্তমানে সর্ব নিম্ন সনাক্ত ৯৪ তে নেমেছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের তত্বাবধানে “একলাব” ২০০৭ সাল থেকে ‘ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি’ বাস্তবায়ন করছে। মাহবুবুর রহমান আরো বলেন, একলাব এ প্রকল্প ছাড়া বিভিন্ন সচেতনতামুলক কর্মসূচিও বাস্তবায়ন করে আসছে।

পাঠকের মতামত: