এম.মনছুর আলম, চকরিয়া :: বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ২৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে ।আর এ উৎসবকে ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিরাজ নানা ধরণের আমেজ। এ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় সীমান্তবর্তী ফাইতংয়ে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ার লোকজনের মাঝে ফানুস তৈরির নানা সরঞ্জাম ও নগদ অনুদান প্রদান করেছে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা।
আজ বৃহস্পতিবার (১১অক্টোবর) দুপুরে ফাইতং ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় ফানুস তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুইচিং মং মার্মা, যুবলীগ নেতা চিংমং মার্মা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মংম্রাউ মার্মা, সহ-সভাপতি ফাইনু মং মার্মাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের লোকজন, যুবলীগ,ছাত্রলীগসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হলো শুভ প্রবারণা পূর্ণিমা। এ দিনে বৌদ্ধপূজা, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজাসহ ফানুস ওড়ানোর মতো নানা ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। তিনি বলেন, বৌদ্ধদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে ঘিরে তরুণ বয়সের উঠতি ছেলে-মেয়েদের মাঝে ফানুস ওড়ানোর মতো অনুষ্টানে ব্যাপক আনন্দ দেয়।এ নিয়ে সকলেই মাঝে এক ধরণের আমেজ বিরাজ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় বলে তিনি জানান।
পাঠকের মতামত: