ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার বদলি, সহকারী বনসংরক্ষকের যোগদান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার মালুমঘাটস্থ ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের বিদায় ও সহকারী বনসংরক্ষক হিসেবে আশিকুর রহমানের যোগদান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে কার্যালয় প্রাঙ্গনে এই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ী রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ সোহেল রানা। উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ও ফুলছড়ী রেঞ্জের বনবিট কর্মকর্তাবৃন্দ। এসময় সদ্য গঠিত সহ-ব্যবস্থাপনা কমিটির নতুন নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উভয় রেঞ্জের কর্মচারীরা।

জানা গেছে, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বিদায়ের পর পহেলা নভেম্বর ২০১৮ ইংরেজি তারিখে এ রেঞ্জে যোগদান করেন মাজহারুল ইসলাম। এছাড়া ফুলছড়ী রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বিদায় নেয়ার পর ওই রেঞ্জেরও ভারপ্রাপ্ত হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে এই প্রথম ফাঁসিয়াখালী রেঞ্জে সহকারী বনসংরক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আশিকুর রহমান বনবিভাগে নতুন হওয়া তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে বিদায়ী কর্মকর্তা মাজহারুল ইসলাম আরো কিছুকাল অবস্থান করবেন বলেও জানা যায়।

 

পাঠকের মতামত: