পৌর আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর নায়েবে আমীর ফখরুল ইসলাম। শ্রমিক নেতা শওকত আলম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আজাদ,ছাত্রশিবির চকরিয়া শহর শাখার সভাপতি ইব্রাহিম ছিদ্দিক ফারুকসহ কর্মপরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঙালিরা স্বাধীনতার স্বাদ পায়নি । দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগষ্টের পরেও এখনো বৈষম্য নিয়ে কথা বলতে হয় । এসময় বক্তারা সিংড়িঘেরে দখলবাজী, সড়কে চাঁদাবাজিসহ সকল অপকর্মের তীব্র প্রতিবাদ জানান । প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বৈষম্যমূলক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান। রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ আচরণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
পাঠকের মতামত: