ঢাকা,বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মাতারবাড়ী বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করবেন

নিউজ ডেস্ক ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ করা মহেশখালী উপজেলার মাতারবাড়ী গ্রীড উপকেন্দ্র সহ দেশের ১২টি গ্রিড উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গ্রীড উপকেন্দ্রের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। ১৩২/৩৩ কিলোভোল্ট লেভেলের এ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে-মহেশখালী উপজেলার মাতারবাড়ী, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও বরিশাল উত্তর, চট্টগ্রামের বারৈয়ারহাট, নীলফামারীর জলঢাকা ও সুনামগঞ্জ, সিলেটের বিয়ানীবাজার, রাঙামাটি। এ ছাড়া চট্টগ্রামের ২৩০/১৩২ কেভি উপকেন্দ্রও একই সময়ে উদ্বোধন করা হবে এবং একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপের দেশের প্রথম সাব মেরিন কেবল বিদ্যুৎ লাইন সহ আরো বেশ ক’টি বিদ্যুৎ কেন্দ্র, উপকেন্দ্র ও লাইনের উদ্বোধন করবেন বলে বিদ্যুতের কক্সবাজারস্থ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে। একই সাথে প্রধানমন্ত্রী দেশের আরো ১২ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দেবেন।

পাঠকের মতামত: