ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জেলা অনূর্ধ ১৪ ও ১৬ নারী ফুটবল দল বাছাই:

 প্রথম ম্যাচ বান্দরবানের সাথে ব্রাক্ষনবাড়িয়ায়

সংবাদ বিজ্ঞপ্তি ::
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত ট্যালেন্টহাট অনূর্ধ ১৪ ও অনূর্ধ ১৬ নারী ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য কক্সবাজার টিম বাছাই করা হয়েছে। এই নারী ফুটবল দল আগামী ১৯ মার্চ ব্রাক্ষনবাড়িয়া জেলা স্টেডিয়াম মাঠে প্রথম খেলায় মুখোমুখি হবে বান্দরবান জেলা দলের সাথে।

এদিকে ১৩ মার্চ বিকালে নারী ফুটবলারদের বাছাই কার্যক্রম শেষে নারী ফুটবলার উদ্দ্যোশে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার খেলাধুলারও ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি নারীদের জন্য সব জায়গায় বিশেষ সুযোগ সৃস্টি করেছেন সে কারনে জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে বাংলাদেশের নারীরা এখন ভাল ফলাফল করছে। তারই ধারাবাহিকতায় আমরা আশা করি কক্সবাজারের নারী ফুটবলারাএক সময় জাতীয় দলের হয়ে খেলে জেলা মুখ উজ্জল করবে।

উল্লেখ্য নারী ফুটবল দলের টিম ম্যানেজার হিসাবে থাকবেন সুবীর বড়–য়া ভুলু এবং কোচ খালেদ হোসাইন।

পাঠকের মতামত: